Playback Singer
"এটা একটা অভিনব প্রয়াস। যারা আমারা প্রথম থেকেই ইন্ডিপেন্ডেন্ট গান বাংলা মৌলিক গান নিয়ে কাজ করেছি তাদের কাছে এটা একটা খুবই আনন্দের খবর তার কারণ মৌলিক বাংলা গান নিয়ে যে রেভলিউজন, যে কাজ, যে চেষ্টা এবং সাফল্য সেখানে বোধ হয় এখন একটু হলেও মাঝে মাঝে ভাটা পড়ে কিন্তু পাশাপাশি এটাও বলবো যে সিনেমার গান যে বিশাল উৎকৃষ্ট মানের হচ্ছে এমনটাও নয়। মাঝে মাঝে কোথাও ভালো গান শোনা যায়, ভালো কম্পপোজার, ভালো লিরিসিস্ট আছে তবে আমার মনে হয় কোথাও তার থেকেও ইন্ডিপেন্ডেন্ট মিউজিকেও ভালো বা ভালো কাজ হচ্ছে,হয়েছে যেগুলো অনেক সময় মানুষের কাছে এসেছে আবার হারিয়ে গেছে যেটা খুব দুঃখজনক। আমরা যারা বরাবর বাংলা গানের নতুন কাজ করে এসেছি তাদের কাছে "আনকোরা রেডিও" একটা খুব সুন্দর পদক্ষেপ। তাই 'আনকোরা রেডিও' আপনারা শুনুন এবং বাংলা নতুন গানকে আপনারা সাপোর্ট করুন।"
ব্যাণ্ড "পৃথিবী"
"এই মুহূর্তে আপনাদের সামনে আমি একটি বার্তা নিয়ে এসেছি এবং বলা যেতে পারে এটা শুধু বার্তা নয় এটি মহাবার্তা কারণ বাংলা মৌলিক গান এই মুহূর্তে সঙ্কটের মুখে যেখানে সমস্ত রেডিও চ্যানেল, টিভি চ্যানেল এবং অন্যান্য মাধ্যম বাংলা গান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সেখানে আমরা প্রত্যেক ইন্ডিপেন্ডেন্ট মিউজিশিয়ান বাংলা মিউজিশিয়ান এবং শুধু মিউজিশিয়ান নয় বিভিন্ন আর্ট ফর্মের মানুষেরা যারা ইন্ডিপেন্ডেন্ট কাজ করি তারা এখন ঘোর সঙ্কটের মুখে এবং সেই সঙ্কট অবস্থা থেকেই আমরা সবাই একজোট হওয়ার পরিকল্পনা নিয়েছি। সুতরাং " আনকোরা রেডিও"এর সাথে আমি সর্বদা রয়েছি এবং থাকবো এই প্রতিশ্রুতি দিলাম। ভালো থাকুন।"
(ব্যান্ড শিল্পী)
"খুব ভালো খবর সবাইকে দিতে চাই আনকোরা এই নামে একটি অনলাইন রেডিও চ্যানেল কিছুদিনের মধ্যে এভেলেবেল হচ্ছে এবং সেটা ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারো। এই আনকোরা রেডিও র একটি স্পেশালিটি হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট মিউজিক মানে এখন যে ঝড়টা চলছে, ইনডিপেনডেন্ট গান বাজনা বা ফ্রি মুভমেন্ট যেটা কোন রকমের বায়াস মুভমেন্ট নয়, হয় সেই মুভমেন্ট কে সাপোর্ট করছে, আমি ওদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছে যে একদম আমরা ব্যান্ড মিউজিক বা ইনডিপেনডেন্ট যে মিউজিকটা আমরা করছি বা যে মিউজিক টা নিয়ে আমার লড়াই করছি, সেই মিউজিকটাকে ওরা সাপোর্ট করছে। এইটা আমার খুব ইউনিক লেগেছে। তোমরা সবাই প্লিজ ওদের ফলো করো ফেসবুকের এবং ইনস্টাগ্রামের পেজে। তোমরা এই রেডিওটা শোনো এবং এই রকম এক একটা উদ্যোগের পাশে সব সময় থাকো কারণ আমরা যে মুভমেন্ট টা করছি এটা একটা বড় অংশ হতে পারে। তো সবাই শুনতে থাকো এবং ভালো ভালো গান বাজনা, ভালো ভালো ইনডিপেনডেন্ট মিউজিক তোমরা শুনতে পাবে এই চ্যানেল থেকে। তো আনকোরার জন্য আমার তরফ থেকে এবং ফাকিরা তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা।"
(খ্যাদা)
"আনকোরা একটা নতুন রেডিও স্ট্রেশন, যেখানে ইন্ডিপেন্ডেন্ট শিল্পীদের জন্য বেশ কিছু শিল্পীরা মিলে এই একটা রেডিও স্টেশন লঞ্চ করছে, নতুন একটা কিছু শুরু হচ্ছে এবং এটা দেখার জন্য তোমরা আনকোরার যে ফেসবুক পেজ সেটা খেয়াল রাখতে পারো, তো সবাই যদি ওদের ফেসবুক পেজটা খেয়াল করো তাহলে সেটার রেগুলার আপডেট পাবে এবং খুবই ভালো লাগবে নতুন একটা জিনিস যখন তৈরি হয় আমরা সবাই সেটা নিয়ে একটু আনন্দে থাকি।"
(ব্যান্ড শিল্পী)
"FM স্ট্রেশন গুলোর বৈমাত্র সুলভ আচরণ নিয়ে আমি অনেকদিন ধরেই ভোকাল। আমাদের এখানে যাবতীয় fm স্টেশন রয়েছে, সেখানে বাংলা গান কম বাজানো হয় এবং তার মধ্যে ইন্ডিপেন্ডেন্ট বা বেসিক বা নন ফিল্ম বাংলা গান সেটা প্রায়ই বাজানো হচ্ছে না। তো তার ফলে যেটা হচ্ছে যে যেটা চিরকাল আমাদের কলকাতা বা পশ্চিমবঙ্গের ট্রাডিশন ছিল Flim song এর পাশাপাশি Non Flim song, সেই ব্যালেন্সটা নষ্ট হচ্ছে। তো যাই হোক শেষমেষ একটা উত্তর খুঁজে পাওয়া গেছে, উত্তরটির নাম আনকোরা অনলাইন রেডিও। একটা ওয়েবসাইট এর মাধ্যমে এই অনলাইন রেডিও শুনতে পাওয়া যাবে আর এই রেডিও স্টেশনটি লক্ষ্য হচ্ছে non film বা ইন্ডিপেন্ডেন্ট বা বেসিক বাংলা গান। আমরা যারা যারা এই জিনিসটি নিয়ে দীর্ঘদিন ধরে লড়াই করে চলেছি, আমাদের সাথে তোমাদের কমিউনিকেশনের এই মুহূর্তে একটা সেরা মাধ্যম হতে চলেছে আনকোরা অনলাইন রেডিও। সবাই সঙ্গে থেকো শুনতে থেকো।"
(চিত্র শিল্পী)
"আনকোরা রেডিও একটা অনলাইন রেডিও স্টেশন। যে রেডিও কেবলমাত্র ইন্ডিপেন্ডেন্ট শিল্পীদের জন্য, কিছু শিল্পীরা মিলে এই রেডিও স্টেশনটি তৈরি করেছেন। এটা চালু হচ্ছে খুবই শীঘ্রই। আর আপনারা আমাদের এই রেডিও আনকোরার ফেসবুক পেজে পেয়ে যাবেন। এইসব স্বাধীন শিল্পীদের আমি অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই, স্বাধীনতা উপভোগ করুন।"
(ব্যান্ড শিল্পী)
"অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি একটি নতুন অনলাইন রেডিও স্টেশন আসতে চলেছে যার নাম আনকোরা রেডিও। এই রেডিও স্টেশনটির মূল বৈশিষ্ট্য হলো এটি ইন্ডিপেন্ডেন্ট মিউজিকের উপরে ভিত্তি করে গড়ে উঠছে। আশা করছি পশ্চিমবঙ্গের প্রচুর নতুন ইন্ডিপেন্ডেন্ট মিউজিক এই রেডিওটির মাধ্যমে আমরা শুনতে পাবো। তাই আপনাদেরকে বলবো এদের সোশ্যাল মিডিয়া পেজে চোখ রাখতে এবং এদের ওয়েবসাইটে মাধ্যমে রেডিও স্টেশন টিকে উপভোগ করতে।"
(ব্যান্ড শিল্পী)
"খুব এক্সাইটমেন্টের সাথে জানাচ্ছি আনকোরা রেডিও নামে একটি অনলাইন রেডিও স্টেশন খুব তাড়াতাড়ি আসতে চলেছে। এই রেডিও স্টেশনটি মূলত ব্যান্ডের গান এবং ইন্ডিপেন্ডেন্ট মিউজিক চালাবে তাই এটি একটি অন্যরকম রেডিও স্টেশন হতে চলেছে। আমি সকলকে বলবো ওদের ফেসবুক পেজে এবং ওদের ওয়েবসাইটে নজর রাখতে।"
(সংগীত শিল্পী)
"একটি খবর দেওয়ার ছিল আনকোরা রেডিও নামে একটি অনলাইন রেডিও স্টেশন আসতে চলেছে খুব তাড়াতাড়ি। এই রেডিও স্টেশনে ২৪ ঘন্টা ধরে বাঁচবে ইন্ডিপেন্ডেন্ট মিউজিক, তাই তোমরা যারা ইন্ডিপেন্ডেন্ট মিউজিক এর ভক্ত চোখ রাখো কান পাতো ওদের সোশ্যাল মিডিয়া সাইডে জয়গুরু।"
(ব্যান্ড শিল্পী)
"খুব শীগ্রই কলকাতা শহরে একটি নতুন রেডিও স্ট্রেশন আসতে চলেছে, যেটি আমাদের পশ্চিমবঙ্গ তথা কলকাতায় যে প্রচুর মেনস্ট্রিম মিউজিকের বাইরে কাজগুলো হয়ে থাকে, সে কাজগুলো তো মেনস্ট্রিম রেডিও স্টেশনে সেইভাবে চালানো হয় না, সেগুলি চালানোর উদ্যোগ নিয়েছে আনকোরা রেডিও। আমি তো শুনবোই, আমি বলব যে সবাই এই রেডিও স্টেশনটি শুনুন এবং আপনাদের যদি কারোও চেনা থাকে ভালো গান যেগুলো বাজানো উচিত তাহলে নিশ্চয়ই আনকোরা রেডিওর সাথে আপনারা যোগাযোগ করুন"
To contact with Ankora Radio mail us on our official mail ID
info@ankoraradio.com(24*7 available)